প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ১:৪৮:৪৫

‘ক্ষতি পূরণ’ ছবিতে শিশুশিল্পী বিন্তু অসাধারণ অভিনয় করেছে। বলতে গেলে তাকে কেন্দ্র করেই ছবির গল্প এগিয়েছে।
ছবির গল্পে ছিল তার মা-বাবাকে আহমেদ শরীফের পালিত ঘাতক ড্যানি সিডাক হত্যা করে। সে নায়ক আলমগীরের হাতে পড়ে। বিন্তু বোবা ছিল। আলমগীর তার পরিচয় উদ্ধার করতে পারে না প্রথমত। দিনের পর দিন নানাভাবে বিন্তুর প্রতি তার মায়া জন্ম নেয় এবং বিন্তুও খুব আপন মনে করে আলমগীরকে। একসময় ঘাতক ড্যানিকে বিন্তু দেখে রাস্তায়। ড্যানি ফলো করতে থাকে অনেক জায়গায়। আলমগীর একসময় ড্যানিকে ট্রেস করে ফেলে। তারপর চলে প্রতিশোধপর্ব।
বিন্তু পুরো ছবিতে অসাধারণ অভিনয় করেছে। তার বোবা মুখের ভাষা, ভয়, কান্না, আনন্দ সবকিছু এত নিখুঁত ছিল যে মুগ্ধতা কাজ করে। আলমগীরের সাথে তার বাবা-মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। ‘এ দুটি ছোট্ট হাতে’ গানটিতে দুজনের সুন্দর মমতামাখা সম্পর্ক প্রকাশ পায়। গানে বিন্তুর এক্সপ্রেশনগুলো যে কারো মনকে স্পর্শ করবে। বিন্তু অভিনয় শিখে কাজ করেছিল কিনা জানি না তবে তার অভিনয়ে পেশাদারিত্ব ছিল। এমন শিশুশিল্পী খুব কম দেখা গেছে।
ছবিটি থ্রিলার গল্পের মধ্যে খুব জনপ্রিয়।





