সারাদেশ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৮:০২:২৬

শেয়ার করুন

 

বরগুনায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত
বরগুনার টু নিশান বাড়িয়া আঞ্চলিক মহসড়কে সড়ক দুর্ঘটনায় মো. জসিম উদ্দিন (৩৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হেইলি বুনিয়া বৈঠাঘাটা আলোর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জসিম উদ্দিন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের মজিবুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। পরিরখাল থেকে ৪ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্য আসতেছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথিমধ্যে আলোর দোকান নামক স্থানে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলেই চালক নিহত হন। এবং বাকি চারজনকে এলাকাবাসী উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তারা এখন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ওসি কেএম মিজানুর রহমান বলেন, এটা একটা আকস্মিক মৃত্যু। তাই স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content