নির্বাচন

গাজীপুরের ১ও ২ আসনে কি চমক থাকছে!

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ২:২২:৩৪

শেয়ার করুন

গাজীপুর-১ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ নিয়ে টঙ্গী গাজীপুরের রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা!
গাজীপুর জেলার অন্য আসন গুলোতে নৌকা কে পাচ্ছেন বা না পাচ্ছেন তেমন আগ্রহ না থাকলেও গাজীপুরের ১ ও ২ আসন নিয়ে রয়েছে বিপুল আগ্রহ। এখানে কে পাচ্ছেন নৌকার টিকেট? এমন টানটান উত্তেজনা বইছে গাজীপুরে ?

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সমর্থনে উঠোন বৈঠক চলছে পুরো গাজীপুর-২ আসন জুড়ে। বসে নেই গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লাহ খানও। তিনি উঠোন বৈঠক ছাড়াও মিটিং মিছিল অব্যাহত রেখেছেন নৌকার প্রচার-প্রচারণায়।নেতা-কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আজমত উল্লাহ খান বলছেন, গাজীপুরে আওয়ামী লীগ এক ও অভিন্ন।

নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামও। তিনিও নৌকা পেতে তদবির করছেন দলের কেন্দ্রীয় নেতাদের দরবারে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও গাজীপুর সিটি করপোরেশনর উপদেষ্টা জাহাঙ্গীর আলম সম্প্রতি রাজনীতির মাঠে এককভাবে লড়ে নানা আলোচনায় আলোচিত হয়ে উঠেছেন। তিনিও গাজীপুরবাসীর সেবা করতে চান আরো বড় পরিসরে।

জাহাঙ্গীর আলম ছাড়াও এবারের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে নৌকা চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনিও শতভাগ আশাবাদী নৌকার টিকেট পাওয়ার ব্যাপারে। গাজীপুর-২ আসন থেকে নৌকার আবেদন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনিও নিশ্চিত এবারও নৌকার টিকেট নিয়ে নির্বাচন করবেন তিনি।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এডভোকেট আজমত উল্লাহ খান গাজীপুর-২ আসনে নৌকার একজন অন্যতম প্রার্থী হিসাবে নিজেকে জানান দিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামও নৌকা পাওয়ার আশা শতভাগ।

গাজীপুর-২ এর পুরো এবং গাজীপুর-১ এর সংসদীয় আসনের আংশিক সীমানার আসন নিয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকার সীমানা। এখানকার দুটি আসন থেকে আওয়ামী লীগের নৌকার টিকেট চেয়েছেন জাহাঙ্গীর আলম। নৌকার মনোনয়ন চেয়ে করা আবেদনের খবরে জাহাঙ্গীর আলমের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কথা লিখে উল্লাস প্রকাশ করছেন। দলে দলে ভীড় জমাচ্ছেন তাঁর গাজীপুরের ছয়দানা হারিকেনের বাসভবনে।

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনের শেষ মূহুর্তে জাহাঙ্গীর আলমের দুজন প্রতিনিধি নৌকার মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়ায় অংশ নেন। নৌকার আবেদন ফরম কেনা থেকে শুরু করে জমা দেয়া পর্যন্ত ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও টঙ্গী গাজীপুরের কোন নেতাকর্মীই নিশ্চিত ছিলেন না জাহাঙ্গীর আলম নৌকার টিকেটের জন্য আবেদন ফরম কিনে জমা দিয়েছেন কিনা? আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমাদানের কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীরা নিশ্চিত হয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম তাঁর মনোনয়ন ফরম জমা দানের কথা নিশ্চিত করেন সাংবাদিকদের।

টংগী বাজার গরুহাট এলাকায়, চায়ের দোকানে তরুণ ও মুরুব্বিগন আলোচনা করে বলছিল আমরা টংগীতে আজমত উল্লেখযোগ্য খানকে পাইলে ভাল হইতো,কয়েকজন জাহাঙ্গীর আলমের কথা বললেও কেউ কেউ বর্তমান প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর কথাই বলেন।

এদিকে দুইটি আসনে নৌকার মনোনয়ন আবেদন জমাদানে এখন সর্বত্র আলোচনায় জাহাঙ্গীর আলম। এমন পরিস্থিতিতে গাজীপুর ১ ও ২ আসনে কে পাচ্ছেন নৌকার টিকেট- তা-ই এখন ভাবনার বিষয়!


শেয়ার করুন

আরও খবর

Sponsered content