জাতীয়

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৩ , ২:০১:১৮

শেয়ার করুন

ঢাকায় দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

দেশটির ঢাকায় দূতাবাস বন্ধ করার কারণ জানতে চাইলে ঢাকার এক কূটনীতিক বলেন, দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপালে দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। এর বাইরে বিশ্বের আরও কিছু দেশে দূতাবাস বন্ধ করেছে দেশটি। তাছাড়া দেশ‌টির দ্বিপক্ষীয় সম্পর্ক খুব কম।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া ১৯৭৪ সালে প্রথমে ঢাকায় দূতাবাস খোলে। তবে দেশটিতে কোনো মিশন খোলে‌নি বাংলাদেশ। চীনের বেইজিংয়ের বাংলাদেশ মিশন থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রাখা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content