নির্বাচন

আ.লীগ বাকশাল প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১০:২০:৪৪

শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনও রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। মেয়র বলেন বা কাউন্সিলর বলেন, আমাদের কোনও অংশগ্রহণ থাকবে না।’

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে এসময় শ্রদ্ধা জানানো হয় এবং ফাতেহা পাঠ করা হয়। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় নির্বাচনে মানুষ অংশগ্রহণ করছে না। এই সরকার ক্ষমতায় থাকলে কোনও দিন সুষ্ঠু নির্বাচন হবে না। এখন তারা (সরকার) বিভিন্ন রকম কথা বলছে। কারণ বিদেশে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি তারা পুনরুদ্ধার করতে চায়।’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content