খেলাধূলা

বৃষ্টিতে পণ্ড দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ৯:২৭:৫৩

শেয়ার করুন

প্রথম ম্যাচ জয়ের পর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে নামে বাংলাদেশ নারী দল। কিন্তু আউটফিল্ড খেলার উপযুক্ত না হওয়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ আফ্রিকার বেনুনে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দলীয় ৫ রানে শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলের পর খেলা থামিয়ে দেন আম্পায়াররা। এরপর আর খেলা শুরু করা যায়নি। তখন ১ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ছিল ৭ রান।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজের শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। ওই ম্যাচ না হলে সিরিজ জিতবে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী ৮ই ডিসেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়া নারীদের মুখোমুখি হবে টাইগ্রেসরা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content