সারাদেশ

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৪:১৩

শেয়ার করুন

সংবাদ:
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশাল থেকে আসা যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের একপাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content