নাগরিক প্রতিবেদন

ভারতে পাচার ৮ বাংলাদেশি নারীকে ২ বছর পর হস্তান্তর

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৩:৫০:৫৬

শেয়ার করুন

বিভিন্ন প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশি নারীকে দুই বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ।

সোমবার (২০ মে) বিকেলে বিজিবি ও পুলিশ তাদেরকে গ্রহণ করেন।

এ সময় ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন এই নারীরা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, তাদের দেশে আনার ব্যাপারে দুটি এনজিও সংস্থাও কাজ করছে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে করে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content